ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রমণই যেন উপযুক্ত সিক্রেট বে

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৩১৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বাড়িতে বসে একঘেয়ে সময়। বছর শেষে সঞ্চয়ে উঠেছে বেশ কিছু টাকা। নিজের, কারো আবার বাচ্চাদের পরীক্ষা শেষ। এখনই সময় ঘুরতে যাওয়া। দেশীয় পরিবেশের বাইরে গিয়ে কাটাতে চান কয়েকটি দিন, দেশের বাইরে ভ্রমণই যেন উপযুক্ত। আর এরকম ভ্রমণে স্থান নির্বাচন হতে পারে, ডোমিনিকা।

ডোমিনিকা ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র। এটি একটি পর্বতময়দ্বীপ। এর বেশির ভাগ এলাকা ঘন ক্রান্তীয় অরণ্যে আবৃত। রোজো (Roseau) এর রাজধানী, এবং প্রধান শহর ও বন্দর।

কৃষিকাজ, বিশেষত কলাচাষ, ডোমিনিকার অর্থনীতির মূল চালিকাশক্তি। এখানকার বেশির ভাগ লোককে কলা প্ল্যান্টেশনে কাজ করার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছিল। ডোমিনিকার জলবায়ু বৃষ্টিবহুল এবং এখানকার স্বল্পসংখ্যক সমুদ্রসৈকত আকারে ছোট বলে অন্যান্য ক্যারিবীয় দ্বীপের তুলনায় এখানে পর্যটকেরা কম বেড়াতে আসেন। তবে এর অতিবৃষ্টি অরণ্য, উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের আনন্দ দেয়। উপকূলের কাছে অবস্থিত প্রবাল প্রাচীর ডুব সাঁতার ও স্কুবা ঝাঁপ দেয়ার উপযোগী।

ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৩ সালে এক রবিবারে দ্বীপটি প্রথম দেখেন এবং এটিকে লাতিন ভাষাতে সেই দিনের নাম দোমিনিকাস অনুসারে দোমিনিকা বা ডোমিনিকা রাখেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও ফ্রান্স দ্বীপটি দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়। যুক্তরাজ্য শেষ পর্যন্ত বিজয়ী হলেও দ্বীপটিতে এখনও ফরাসি প্রভাব রয়ে গেছে। এখানকার বেশির ভাগ লোক ফরাসি ভাষার উপর ভিত্তি করে একটি ক্রেওল ভাষাতে কথা বলে। দ্বীপটির আদি অধিবাসী কারিব জাতির কয়েক হাজার লোক এখনও এখানে বাস করছেন।

পাহাড় এবং সমুদ্রে ঘেরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপ ডোমিনিকা। যাঁরা পাহাড় এবং সমুদ্র— দুইয়ের স্বাদ এক জায়গায় খুঁজে পেতে চান, তাঁদের জন্য ডোমিনিকার ‘সিক্রেট বে’ রিসর্টটি উপযুক্ত।

পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ‘সিক্রেট বে’ একটি ভিলা রিসর্ট। সুইমিং পুল থেকে শুরু করে তার সামনে বসার জায়গা, বিশাল রান্নাঘর— সবই রয়েছে এই রিসর্টে।

খোলা আকাশের নীচে খাওয়াদাওয়ার আলাদা ব্যবস্থা রয়েছে ‘সিক্রেট বে’ রিসর্টে। ভিলার প্রতিটি ঘর থেকে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

‘ট্রি হাউস’-এর মধ্যে স্পায়ের সুবিধাও পাওয়া যায় এই রিসর্টে। শুধু তাই নয়, অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ এই রিসর্টে থাকলে ডাইভিং‌ এবং হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গাজায় নিহত মায়ের পেট থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ভ্রমণই যেন উপযুক্ত সিক্রেট বে

প্রকাশিত সময় :- ০৭:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

বাড়িতে বসে একঘেয়ে সময়। বছর শেষে সঞ্চয়ে উঠেছে বেশ কিছু টাকা। নিজের, কারো আবার বাচ্চাদের পরীক্ষা শেষ। এখনই সময় ঘুরতে যাওয়া। দেশীয় পরিবেশের বাইরে গিয়ে কাটাতে চান কয়েকটি দিন, দেশের বাইরে ভ্রমণই যেন উপযুক্ত। আর এরকম ভ্রমণে স্থান নির্বাচন হতে পারে, ডোমিনিকা।

ডোমিনিকা ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র। এটি একটি পর্বতময়দ্বীপ। এর বেশির ভাগ এলাকা ঘন ক্রান্তীয় অরণ্যে আবৃত। রোজো (Roseau) এর রাজধানী, এবং প্রধান শহর ও বন্দর।

কৃষিকাজ, বিশেষত কলাচাষ, ডোমিনিকার অর্থনীতির মূল চালিকাশক্তি। এখানকার বেশির ভাগ লোককে কলা প্ল্যান্টেশনে কাজ করার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছিল। ডোমিনিকার জলবায়ু বৃষ্টিবহুল এবং এখানকার স্বল্পসংখ্যক সমুদ্রসৈকত আকারে ছোট বলে অন্যান্য ক্যারিবীয় দ্বীপের তুলনায় এখানে পর্যটকেরা কম বেড়াতে আসেন। তবে এর অতিবৃষ্টি অরণ্য, উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের আনন্দ দেয়। উপকূলের কাছে অবস্থিত প্রবাল প্রাচীর ডুব সাঁতার ও স্কুবা ঝাঁপ দেয়ার উপযোগী।

ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৩ সালে এক রবিবারে দ্বীপটি প্রথম দেখেন এবং এটিকে লাতিন ভাষাতে সেই দিনের নাম দোমিনিকাস অনুসারে দোমিনিকা বা ডোমিনিকা রাখেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও ফ্রান্স দ্বীপটি দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়। যুক্তরাজ্য শেষ পর্যন্ত বিজয়ী হলেও দ্বীপটিতে এখনও ফরাসি প্রভাব রয়ে গেছে। এখানকার বেশির ভাগ লোক ফরাসি ভাষার উপর ভিত্তি করে একটি ক্রেওল ভাষাতে কথা বলে। দ্বীপটির আদি অধিবাসী কারিব জাতির কয়েক হাজার লোক এখনও এখানে বাস করছেন।

পাহাড় এবং সমুদ্রে ঘেরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপ ডোমিনিকা। যাঁরা পাহাড় এবং সমুদ্র— দুইয়ের স্বাদ এক জায়গায় খুঁজে পেতে চান, তাঁদের জন্য ডোমিনিকার ‘সিক্রেট বে’ রিসর্টটি উপযুক্ত।

পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ‘সিক্রেট বে’ একটি ভিলা রিসর্ট। সুইমিং পুল থেকে শুরু করে তার সামনে বসার জায়গা, বিশাল রান্নাঘর— সবই রয়েছে এই রিসর্টে।

খোলা আকাশের নীচে খাওয়াদাওয়ার আলাদা ব্যবস্থা রয়েছে ‘সিক্রেট বে’ রিসর্টে। ভিলার প্রতিটি ঘর থেকে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

‘ট্রি হাউস’-এর মধ্যে স্পায়ের সুবিধাও পাওয়া যায় এই রিসর্টে। শুধু তাই নয়, অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ এই রিসর্টে থাকলে ডাইভিং‌ এবং হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।

নিউজবিজয়২৪/এফএইচএন