ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্য আফ্রিকায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫-অক্টোবর) সারে ১২ টার দিকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তীতপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত স্মরণসভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সেনাবাহিনীর পক্ষে বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিদুল ইসলাম বক্তব্য দেন।

দাফন শেষে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নিহত সৈনিক জাহাঙ্গীর আলমকে সশ্রস্ত্র সালাম প্রদান করে।

এর আগে সকাল ১১ টায় ডিমলা বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে সেনাবাহিনীর গাড়ি বহরে মরদেহ দক্ষিণ তীতপাড়াস্থ নিজ বাড়িতে নেওয়া হয়। নিহতের বড় ভাই সেনাবাহিনীর করপোরাল আবুজার রহমানের কাছে হস্তান্তর করা হয়।

দাফনকাজে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার সৈনিক জাহাঙ্গীর আলমের বাসার সামনের সড়কটি তাঁর নামে নামকরণের ঘোষণা দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গত ৩ অক্টোবর আফ্রিকান সময় সেখানকার ভোর রাতের মধ্যে বোমা বিস্ফোরণে সৈনিক জাহাঙ্গীরসহ তিনজন নিহত হন। তিন জনের মধ্যে যার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায় সেই সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে৷

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৪

মধ্য আফ্রিকায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

প্রকাশিত সময় :- ০৪:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫-অক্টোবর) সারে ১২ টার দিকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তীতপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত স্মরণসভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সেনাবাহিনীর পক্ষে বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিদুল ইসলাম বক্তব্য দেন।

দাফন শেষে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নিহত সৈনিক জাহাঙ্গীর আলমকে সশ্রস্ত্র সালাম প্রদান করে।

এর আগে সকাল ১১ টায় ডিমলা বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে সেনাবাহিনীর গাড়ি বহরে মরদেহ দক্ষিণ তীতপাড়াস্থ নিজ বাড়িতে নেওয়া হয়। নিহতের বড় ভাই সেনাবাহিনীর করপোরাল আবুজার রহমানের কাছে হস্তান্তর করা হয়।

দাফনকাজে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার সৈনিক জাহাঙ্গীর আলমের বাসার সামনের সড়কটি তাঁর নামে নামকরণের ঘোষণা দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গত ৩ অক্টোবর আফ্রিকান সময় সেখানকার ভোর রাতের মধ্যে বোমা বিস্ফোরণে সৈনিক জাহাঙ্গীরসহ তিনজন নিহত হন। তিন জনের মধ্যে যার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায় সেই সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে৷

নিউজবিজয়২৪/এফএইচএন