ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১১:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৭১১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিষয়টি গণমাধম্যকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুলকে আটকের বিষয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সকাল ৭টা নাগাদ ‘বিএনপি মিডিয়া সেলে’ প্রকাশিত একটি ভিডিওতে ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘চার জন নিচে ছিল, চার জন উপরে এসেছিল। তাদের বললাম আপনার কেন এসেছেন, তারা বলেছেন উপরের নির্দেশে এসেছি। তাদের একটাই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন। যে কাপড় পরেছিলেন সেভাবেই টুকটাক ওষুধ নিয়ে চলে গেছেন।’

রাহাত আরা বেগম বলেন, ‘ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।’

মির্জা ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনও যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আর কোনও যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে।

এদিকে রাত ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শায়রুল কবির খান।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৮ এপ্রিল: ২০২৪

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে যা বললেন তার স্ত্রী

প্রকাশিত সময় :- ১১:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিষয়টি গণমাধম্যকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুলকে আটকের বিষয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সকাল ৭টা নাগাদ ‘বিএনপি মিডিয়া সেলে’ প্রকাশিত একটি ভিডিওতে ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘চার জন নিচে ছিল, চার জন উপরে এসেছিল। তাদের বললাম আপনার কেন এসেছেন, তারা বলেছেন উপরের নির্দেশে এসেছি। তাদের একটাই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন। যে কাপড় পরেছিলেন সেভাবেই টুকটাক ওষুধ নিয়ে চলে গেছেন।’

রাহাত আরা বেগম বলেন, ‘ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।’

মির্জা ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনও যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আর কোনও যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে।

এদিকে রাত ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শায়রুল কবির খান।

নিউজবিজয়২৪/এফএইচএন