ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মৈত্রী ভলিবল খেলায়, বিএসএফ’কে হাড়িয়ে বিজিবি’র শিরপা অর্জন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতের স্বাধীনতার ৭৫ তম দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বিএসএফ’কে হাড়িয়ে শিরপা অর্জন করে বিজিবি।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে জেলার বুড়িমারী কাস্টমস মাঠে বিএসএফ জলপাইগুড়ি সেক্টর এবং বিজিবি রংপুর সেক্টর এর মধ্য বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্তে কাস্টমস মাঠ ছিল সাজ সাজ রব। প্রস্তুতি নিচ্ছিল দুই দেশেরই সীমান্ত বাহিনী।
একদিকে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ, অপরপক্ষে বাংলাদেশের বিজিবি। দুই দেশেরই সীমান্ত রক্ষীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। মাঠের চার দিকে কানায় কানায় ভরে গেছে বিভিন্ন বয়সী দর্শক। বিজিবি ও বিসএফের মধ্যে মৈত্রী ভলিবল খেলা দেখতে মাঠের চারদিক দিয়ে ভেসে আসছে বাংলাদেশের স্লোগান।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হন।

বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উভয় দেশের মানুষের সুসম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য আমরা ভলিবল প্রতিযোগিতায় যেন উভয় দেশের সাধারন মানুষ খেলা উপভোগ করতে পারে এই বিষয়ে বিজিবি ও বিএসএফ একমত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দুই বিএসএস-বিজিবি একাধিক বার বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে এই সম্পর্ক অটুট রাখাতেই আয়োজিত হল দুই দেশের বাহিনীর মধ্যে ভলিবল প্রতিযোগিতা।
পরে উভয়ের দেশের মধ্যে খেলোয়ারদের মাঝে প্রধান অতিধি পুরস্কার তুলে দেন।

মৈত্রী ভলিবল অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা। ৬ বিএসএফে ব্যাটলিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফে ব্যাটলিয়নের পরিচালক বিভুতি ভুষন কুমার, ৬১ বিজিবি ব্যাটলিয়ানের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ, ৫১ বিজিবি পরিচারকরএএফএম আজমল হাসান খান, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটসহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২৪ এপ্রিল: ২০২৪

মৈত্রী ভলিবল খেলায়, বিএসএফ’কে হাড়িয়ে বিজিবি’র শিরপা অর্জন

প্রকাশিত সময় :- ১০:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতের স্বাধীনতার ৭৫ তম দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বিএসএফ’কে হাড়িয়ে শিরপা অর্জন করে বিজিবি।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে জেলার বুড়িমারী কাস্টমস মাঠে বিএসএফ জলপাইগুড়ি সেক্টর এবং বিজিবি রংপুর সেক্টর এর মধ্য বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্তে কাস্টমস মাঠ ছিল সাজ সাজ রব। প্রস্তুতি নিচ্ছিল দুই দেশেরই সীমান্ত বাহিনী।
একদিকে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ, অপরপক্ষে বাংলাদেশের বিজিবি। দুই দেশেরই সীমান্ত রক্ষীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। মাঠের চার দিকে কানায় কানায় ভরে গেছে বিভিন্ন বয়সী দর্শক। বিজিবি ও বিসএফের মধ্যে মৈত্রী ভলিবল খেলা দেখতে মাঠের চারদিক দিয়ে ভেসে আসছে বাংলাদেশের স্লোগান।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হন।

বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উভয় দেশের মানুষের সুসম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য আমরা ভলিবল প্রতিযোগিতায় যেন উভয় দেশের সাধারন মানুষ খেলা উপভোগ করতে পারে এই বিষয়ে বিজিবি ও বিএসএফ একমত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দুই বিএসএস-বিজিবি একাধিক বার বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে এই সম্পর্ক অটুট রাখাতেই আয়োজিত হল দুই দেশের বাহিনীর মধ্যে ভলিবল প্রতিযোগিতা।
পরে উভয়ের দেশের মধ্যে খেলোয়ারদের মাঝে প্রধান অতিধি পুরস্কার তুলে দেন।

মৈত্রী ভলিবল অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা। ৬ বিএসএফে ব্যাটলিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফে ব্যাটলিয়নের পরিচালক বিভুতি ভুষন কুমার, ৬১ বিজিবি ব্যাটলিয়ানের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ, ৫১ বিজিবি পরিচারকরএএফএম আজমল হাসান খান, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটসহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন