ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

লন্ডনে ছাতকের আদিল মোহাম্মদ শাহজীদ এর সাফল্য

আদিল মোহাম্মদ শাহজীদ যুক্তরাজ্যের লন্ডন অক্সটেড স্কুল এন্ড কলেজ থেকে জিসিএসই রেজাল্ট পেয়েছে। সে ২ ডবল এ ষ্টারস্, ৩ এ ষ্টারস্, ৩ এ’স ও ৩ হ্যাইয়ার বি’এস পেয়েছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এস এম সুজন ও আলেয়া শাহজীদের দ্বিতীয় ছেলে আদিল মোহাম্মদ শাহজীদ। তার পিতা এস এম সুজন একজন রাজনৈতিক ও ব্যবসায়ী এবং মা আলেয়া শাহজীদ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এন্ড বিজনেস ওম্যান।

বাংলাদেশে রয়েছে এই পরিবারের বিভিন্ন আর্তসামাজিক প্রতিষ্ঠান। ছাতকের আরব কুঞ্জ, চেচান আরব-তারা শান্তি নীলয় এতিমখানা। কাজী রেজিয়া নুর দাখিল মাদরাসা, কপলা, জাউয়া ইউনিয়ন। কাজী রেজিয়া নুর ভবন নতুন বাজার বহুমূখী উচ্চ বিদ্যালয় ধারন, মুক্তিযোদ্ধা সংসদ ভবন ধারন, হযরত আবু বক্কর(রাঃ) জামে মসজিদ, চান পুর দোলার বাজার ইউনিয়ন, হযরত উসমান (রাঃ) জামের মসজিদ, নয়াকোট, ইসলাম পুর ইউনিয়ন এবং দোয়ারা-বাজার উপজেলায় আদিল মোহাম্মদ শাহজীদ এর দাদা মরহুম হাজী নুর উল্লাহ তালুকদারের নামে একটি উচ্চ বিদ্যালয় ও কান্দার গাঁও রয়েছে হযরত ওমর(রাঃ)জামে মসজিদ। পরশ পুর গ্রামের মন্দির। বাড়ী ঘর নির্মান সহ বিভিন্ন প্রতিষ্টান ও সামাজিক অঙ্গনে এই পরিবারের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আদিল মোহাম্মদ শাহজীদ এ লেভেলের জন্য গণিত, অর্থনীতি ও ব্যবসায় লন্ডনের রায়গেট কলেজে অধ্যয়ন করবে। আদিল মোহাম্মদ শাহজীদ এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পিতা এস এম সুজন ও মা আলেয়া শাহজীদ।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ

লন্ডনে ছাতকের আদিল মোহাম্মদ শাহজীদ এর সাফল্য

প্রকাশিত সময় :- ০৬:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

আদিল মোহাম্মদ শাহজীদ যুক্তরাজ্যের লন্ডন অক্সটেড স্কুল এন্ড কলেজ থেকে জিসিএসই রেজাল্ট পেয়েছে। সে ২ ডবল এ ষ্টারস্, ৩ এ ষ্টারস্, ৩ এ’স ও ৩ হ্যাইয়ার বি’এস পেয়েছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এস এম সুজন ও আলেয়া শাহজীদের দ্বিতীয় ছেলে আদিল মোহাম্মদ শাহজীদ। তার পিতা এস এম সুজন একজন রাজনৈতিক ও ব্যবসায়ী এবং মা আলেয়া শাহজীদ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এন্ড বিজনেস ওম্যান।

বাংলাদেশে রয়েছে এই পরিবারের বিভিন্ন আর্তসামাজিক প্রতিষ্ঠান। ছাতকের আরব কুঞ্জ, চেচান আরব-তারা শান্তি নীলয় এতিমখানা। কাজী রেজিয়া নুর দাখিল মাদরাসা, কপলা, জাউয়া ইউনিয়ন। কাজী রেজিয়া নুর ভবন নতুন বাজার বহুমূখী উচ্চ বিদ্যালয় ধারন, মুক্তিযোদ্ধা সংসদ ভবন ধারন, হযরত আবু বক্কর(রাঃ) জামে মসজিদ, চান পুর দোলার বাজার ইউনিয়ন, হযরত উসমান (রাঃ) জামের মসজিদ, নয়াকোট, ইসলাম পুর ইউনিয়ন এবং দোয়ারা-বাজার উপজেলায় আদিল মোহাম্মদ শাহজীদ এর দাদা মরহুম হাজী নুর উল্লাহ তালুকদারের নামে একটি উচ্চ বিদ্যালয় ও কান্দার গাঁও রয়েছে হযরত ওমর(রাঃ)জামে মসজিদ। পরশ পুর গ্রামের মন্দির। বাড়ী ঘর নির্মান সহ বিভিন্ন প্রতিষ্টান ও সামাজিক অঙ্গনে এই পরিবারের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আদিল মোহাম্মদ শাহজীদ এ লেভেলের জন্য গণিত, অর্থনীতি ও ব্যবসায় লন্ডনের রায়গেট কলেজে অধ্যয়ন করবে। আদিল মোহাম্মদ শাহজীদ এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পিতা এস এম সুজন ও মা আলেয়া শাহজীদ।

নিউজবিজয়/এফএইচএন