ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

লালমনিরহাটে বাস উধাও, সিএনজির গাড়িতেও বাড়তি ভাড়া

  • মোঃ নজরুল ইসলাম
  • প্রকাশিত সময় :- ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ৪০০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লালমনিরহাটে জেলায় বাস উধাও হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুও ভাড়া বেশি নিচ্ছে। শনিবার থেকে জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হয়েছে। বাসের জ্বালানি ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা হয়েছে। ছোট গাড়ি ও মোটর সাইকেলের জ্বালানি পেট্রোল ও অকেটেনের দাম যথাক্রমে বেড়েছে ৪৪ ও ৪৬ টাকা। শুক্রবার রাতে তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই জেলার বিভিন্ন ফিলিং স্টেশন বন্ধ করে মালিকরা। রাতেই খবর ছড়িয়ে পড়ে যে শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে বাস মালিকরা দাবি করলেও সকাল থেকেই সড়কে বাস দেখা যায় মাত্র ৪টি । আবার বাস শ্রমিকরা অন্য গণপরিবহন চলাচলেও বাধা দিতে থাকে। বেলা সাড়ে ১০টার দিকে পরিবহন শ্রমিকরা গণপরিবহন চলাচলে বাধা দেয়।
বিভিন্ন গন্তব্যে যেতে লোকজন ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুয়েকটি যানবাহন এলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছিল। বাস যাত্রী কামাল হোসেন নিউজ বিজয়কে বলেন “রাতে কখন তেলের দাম বাড়িয়েছে সেটা জানিও না। সকালে ঘর থেকে বের হয়ে দেখি এই অবস্থা। বাস বলতে গেলে নেই। গাড়ি যাও আছে তারা আমাদের জিম্মি করে বাড়তি ভাড়া নিচ্ছে।”নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সমিতির কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাস মালিকরা তাদের চালক ও শ্রমিকদের গাড়ি চালাতে নিষেধ করেছেন। তেলের দাম বেড়েছে ৫০ শতাংশ। তাই আগের ভাড়ায় গাড়ি চালালে,প্রতিদিন লোকসান হবে ৩ থেকে ৪ হাজার টাকা। একারণে মালিকরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় গণপরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে আজ শনিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে বৈঠক হবে। জানা গেছে, বৈঠকে পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তরা এ বৈঠকে উপস্থিত থাকবেন। পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা রয়েছে।

নিউজ বিজয় / মোঃ নজরুল ইসলাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আজ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ

লালমনিরহাটে বাস উধাও, সিএনজির গাড়িতেও বাড়তি ভাড়া

প্রকাশিত সময় :- ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লালমনিরহাটে জেলায় বাস উধাও হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুও ভাড়া বেশি নিচ্ছে। শনিবার থেকে জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হয়েছে। বাসের জ্বালানি ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা হয়েছে। ছোট গাড়ি ও মোটর সাইকেলের জ্বালানি পেট্রোল ও অকেটেনের দাম যথাক্রমে বেড়েছে ৪৪ ও ৪৬ টাকা। শুক্রবার রাতে তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই জেলার বিভিন্ন ফিলিং স্টেশন বন্ধ করে মালিকরা। রাতেই খবর ছড়িয়ে পড়ে যে শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে বাস মালিকরা দাবি করলেও সকাল থেকেই সড়কে বাস দেখা যায় মাত্র ৪টি । আবার বাস শ্রমিকরা অন্য গণপরিবহন চলাচলেও বাধা দিতে থাকে। বেলা সাড়ে ১০টার দিকে পরিবহন শ্রমিকরা গণপরিবহন চলাচলে বাধা দেয়।
বিভিন্ন গন্তব্যে যেতে লোকজন ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুয়েকটি যানবাহন এলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছিল। বাস যাত্রী কামাল হোসেন নিউজ বিজয়কে বলেন “রাতে কখন তেলের দাম বাড়িয়েছে সেটা জানিও না। সকালে ঘর থেকে বের হয়ে দেখি এই অবস্থা। বাস বলতে গেলে নেই। গাড়ি যাও আছে তারা আমাদের জিম্মি করে বাড়তি ভাড়া নিচ্ছে।”নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সমিতির কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাস মালিকরা তাদের চালক ও শ্রমিকদের গাড়ি চালাতে নিষেধ করেছেন। তেলের দাম বেড়েছে ৫০ শতাংশ। তাই আগের ভাড়ায় গাড়ি চালালে,প্রতিদিন লোকসান হবে ৩ থেকে ৪ হাজার টাকা। একারণে মালিকরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় গণপরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে আজ শনিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে বৈঠক হবে। জানা গেছে, বৈঠকে পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তরা এ বৈঠকে উপস্থিত থাকবেন। পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা রয়েছে।

নিউজ বিজয় / মোঃ নজরুল ইসলাম