ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে ফরিদপুরে শায়িত হবেন মাসুম আজিজ

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ১২:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৪২১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ৩ টা ৩০ মিনিটে না ফেরার দেশে চলে যান গুণী এই অভিনেতা ও নাট্যকার।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় গুণী এই অভিনেতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

মাসুম আজিজের ভাগ্নে খন্দকার আল আনিম জানান, আগামীকাল মঙ্গলবার সকালে আমার ফুপার (মাসুম আজিজ) মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনার ফরিদপুরে গ্রামের বাড়িতে। মঙ্গলবার পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মাসুম আজিজ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।

২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চলতি বছর ভূষিত হয়েছেন একুশে পদকে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে ফরিদপুরে শায়িত হবেন মাসুম আজিজ

প্রকাশিত সময় :- ১২:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ৩ টা ৩০ মিনিটে না ফেরার দেশে চলে যান গুণী এই অভিনেতা ও নাট্যকার।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় গুণী এই অভিনেতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

মাসুম আজিজের ভাগ্নে খন্দকার আল আনিম জানান, আগামীকাল মঙ্গলবার সকালে আমার ফুপার (মাসুম আজিজ) মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনার ফরিদপুরে গ্রামের বাড়িতে। মঙ্গলবার পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মাসুম আজিজ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।

২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চলতি বছর ভূষিত হয়েছেন একুশে পদকে।

নিউজবিজয়২৪/এফএইচএন