ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হা‌তির আক্রম‌ণে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৩৩৯ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বন‌্য হা‌তির আক্রম‌ণে বান্দরবা‌নে বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্তব্যরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নান মারা গে‌ছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত পৌ‌নে ১০টায় নাইক্ষ‌্যংছ‌ড়ির ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে এ ঘটনা ঘ‌টে। স্থানীয়রা জানান, চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে, এমন খবর পে‌য়ে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে পৌঁছা‌লে বন্য হাতির এক‌টি দল বিজিবির টহল দলের সামনে এসে প‌ড়ে। বি‌জি‌বির অন্য সদস‌্যরা হা‌তির দল‌কে দে‌খে পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। প‌রে তার লাশ‌টি হা‌তির দল চারপাশ থে‌কে ঘি‌রে রাখে। অনেক চেষ্টার পর হা‌তির দলটিকে স‌রি‌য়ে ভোর ৪টার দি‌কে তার লাশ উদ্ধার করে বি‌জি‌বি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ‘স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। প‌রে বিস্তারিত বলা যা‌বে।’ এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনও বক্তব‌্য পাওয়া যায়‌নি।

নিউজ বিজয়/মোঃ নজরুল ইসলাাম

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৪ এপ্রিল ২০২৪

হা‌তির আক্রম‌ণে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

প্রকাশিত সময় :- ০২:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

বন‌্য হা‌তির আক্রম‌ণে বান্দরবা‌নে বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্তব্যরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নান মারা গে‌ছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত পৌ‌নে ১০টায় নাইক্ষ‌্যংছ‌ড়ির ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে এ ঘটনা ঘ‌টে। স্থানীয়রা জানান, চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে, এমন খবর পে‌য়ে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে পৌঁছা‌লে বন্য হাতির এক‌টি দল বিজিবির টহল দলের সামনে এসে প‌ড়ে। বি‌জি‌বির অন্য সদস‌্যরা হা‌তির দল‌কে দে‌খে পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। প‌রে তার লাশ‌টি হা‌তির দল চারপাশ থে‌কে ঘি‌রে রাখে। অনেক চেষ্টার পর হা‌তির দলটিকে স‌রি‌য়ে ভোর ৪টার দি‌কে তার লাশ উদ্ধার করে বি‌জি‌বি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ‘স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। প‌রে বিস্তারিত বলা যা‌বে।’ এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনও বক্তব‌্য পাওয়া যায়‌নি।

নিউজ বিজয়/মোঃ নজরুল ইসলাাম