ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ মোবারক

হাতীবান্ধায় আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধের দাবিতে মানবন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখল করে আশ্রয়ন প্রকল্পের(গুচ্ছ গ্রাম) ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার দুপুরে উপজেলার পূর্ব নওদাবাস এলাকার ৬ নং ওয়ার্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ৩৭টি ভুক্তভোগী পরিবার অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল হোসেন, এরশাদুলসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, আমরা অনেক বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি। হঠাৎ করে শুনি এই জমি খাস হয়ে গেছে। আর তাই স্থানীয় প্রশাসন এখানে গুচ্ছ গ্রামের ঘর নির্মান করার জন্য প্রয়োজনীয় মালামাল এনে রেখেছেন। আমরা আদালতের আশ্রয় নিয়েছি। রায় না হওয়া পর্যন্ত গুচ্ছ গ্রামের ঘর যেন নির্মান করা না হয় সে জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়ে জানা নেই। তবে ওই জমিটি রেকর্ড সূত্রে খাস খতিয়ান। তাই সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে আইনগত কোন বাঁধা থাকার কথা না।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান

হাতীবান্ধায় আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধের দাবিতে মানবন্ধন

প্রকাশিত সময় :- ০৫:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখল করে আশ্রয়ন প্রকল্পের(গুচ্ছ গ্রাম) ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার দুপুরে উপজেলার পূর্ব নওদাবাস এলাকার ৬ নং ওয়ার্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ৩৭টি ভুক্তভোগী পরিবার অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল হোসেন, এরশাদুলসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, আমরা অনেক বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি। হঠাৎ করে শুনি এই জমি খাস হয়ে গেছে। আর তাই স্থানীয় প্রশাসন এখানে গুচ্ছ গ্রামের ঘর নির্মান করার জন্য প্রয়োজনীয় মালামাল এনে রেখেছেন। আমরা আদালতের আশ্রয় নিয়েছি। রায় না হওয়া পর্যন্ত গুচ্ছ গ্রামের ঘর যেন নির্মান করা না হয় সে জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়ে জানা নেই। তবে ওই জমিটি রেকর্ড সূত্রে খাস খতিয়ান। তাই সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে আইনগত কোন বাঁধা থাকার কথা না।

নিউজবিজয়/এফএইচএন