ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১দিনের বৃষ্টিতে রৌমারী’র গ্রামীণ সকল পথ যেন মরণ ফাঁদ

কুড়িগ্রামের রৌমারী’র একদিনের বৃষ্টিতে গ্রামীন যোগাযোগ সড়কে পথযাত্রী ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিন চিত্রে দেখাযায় রৌমারী যেন সরকারের সকল উন্নয়ণ থেকে বি ত। ২০৯টি গ্রামের সমন্বয়ে ১৯৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রৌমারী উপজেলাটির অবস্থান। ব্রক্ষপুত্র, সোনাভরি, জিন্জিরাম, ধরলা ছোট-বড় অসংখ্য খালবিলে মিলেমিশে বসবাস এখানকার প্রায় ৪ লক্ষ মানুষের । নদী ভাঙ্গন পাহাঢ়ি ঢলের তান্ডব এনিয়ে চলে এখানকার মানুষের জীবন যাপন।
দীর্ঘদিন উপজেলা শহর লাগোয়া ও গ্রামীণ সড়ক গুলোর নেই কোন সংস্কার ,মেরামত। শীত মৌসুমে খানা খন্দে ভরা গ্রামীণ সড়ক গুলো দিয়ে অতি কষ্টে অটো-ভ্যান পায়ে হেটে নানা উপায়ে উপজেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে চললেও বর্ষা মৌসুম যেন ওইসব রাস্তা মরণ পাদে পরিনত হয।
বর্ষা মৌসুম শুরু হতেনা হতেই গত ১৮ মার্চ দিবাগত রাতের দমকা ঝড় বৃষ্টিতে সকল গ্রামীণ সড়ক হাট-বাজার ও উপজেলার প্রধান হাট রৌমারী বাজারের সকল প্রবেশপথ কাদায় পরিপূর্ণ হয়ে মানুষ ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে।
উপজেলা শহরে ৬টি প্রবেশ পথ , মহিলা কলেজ রোড, রৌমারী গ্রাম রাস্তা, নটানপাড়া রাস্তা, ইচাকুড়ি রাস্তা , ইসলামি ব্যাংক হয়ে রৌমারী বাজার রাস্তা, কলেজপাড়া ভায়া ফলুয়ারচর রাস্তা, সামান্য বৃষ্টি হলেই চারপার্শ্বে ১ কিলোমিটার যেন সাধারণ মানুষ ও যানবাহন প্রবেশ কঠিন হয়ে পড়ে। এব্যাপারে রৌমারী হাট-বাজারে পথযাত্রি আকমত াালী, জোসন, কালাম নজির হেসেন, বাহাদুর বাদশা, আব্দুল্লাহ বলেন , আমরা গ্রামের মানুষ কি কইমু, মনে হয় দেশে সরকার নাই, গ্রামের রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই রৌমারী বাজারে ডোহা যায়না। আমাগো কথা কেরা হোনে। তবে এলাকা বাসির প্রাণের দাবী গ্রামীণ সড়ক সংস্কারসহ বাজারের প্রবেশ পথ দূত মেরামত করে জনভোগান্তি লাঘব করা হোক।
নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

১দিনের বৃষ্টিতে রৌমারী’র গ্রামীণ সকল পথ যেন মরণ ফাঁদ

প্রকাশিত সময় :- ০৩:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

কুড়িগ্রামের রৌমারী’র একদিনের বৃষ্টিতে গ্রামীন যোগাযোগ সড়কে পথযাত্রী ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিন চিত্রে দেখাযায় রৌমারী যেন সরকারের সকল উন্নয়ণ থেকে বি ত। ২০৯টি গ্রামের সমন্বয়ে ১৯৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রৌমারী উপজেলাটির অবস্থান। ব্রক্ষপুত্র, সোনাভরি, জিন্জিরাম, ধরলা ছোট-বড় অসংখ্য খালবিলে মিলেমিশে বসবাস এখানকার প্রায় ৪ লক্ষ মানুষের । নদী ভাঙ্গন পাহাঢ়ি ঢলের তান্ডব এনিয়ে চলে এখানকার মানুষের জীবন যাপন।
দীর্ঘদিন উপজেলা শহর লাগোয়া ও গ্রামীণ সড়ক গুলোর নেই কোন সংস্কার ,মেরামত। শীত মৌসুমে খানা খন্দে ভরা গ্রামীণ সড়ক গুলো দিয়ে অতি কষ্টে অটো-ভ্যান পায়ে হেটে নানা উপায়ে উপজেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে চললেও বর্ষা মৌসুম যেন ওইসব রাস্তা মরণ পাদে পরিনত হয।
বর্ষা মৌসুম শুরু হতেনা হতেই গত ১৮ মার্চ দিবাগত রাতের দমকা ঝড় বৃষ্টিতে সকল গ্রামীণ সড়ক হাট-বাজার ও উপজেলার প্রধান হাট রৌমারী বাজারের সকল প্রবেশপথ কাদায় পরিপূর্ণ হয়ে মানুষ ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে।
উপজেলা শহরে ৬টি প্রবেশ পথ , মহিলা কলেজ রোড, রৌমারী গ্রাম রাস্তা, নটানপাড়া রাস্তা, ইচাকুড়ি রাস্তা , ইসলামি ব্যাংক হয়ে রৌমারী বাজার রাস্তা, কলেজপাড়া ভায়া ফলুয়ারচর রাস্তা, সামান্য বৃষ্টি হলেই চারপার্শ্বে ১ কিলোমিটার যেন সাধারণ মানুষ ও যানবাহন প্রবেশ কঠিন হয়ে পড়ে। এব্যাপারে রৌমারী হাট-বাজারে পথযাত্রি আকমত াালী, জোসন, কালাম নজির হেসেন, বাহাদুর বাদশা, আব্দুল্লাহ বলেন , আমরা গ্রামের মানুষ কি কইমু, মনে হয় দেশে সরকার নাই, গ্রামের রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই রৌমারী বাজারে ডোহা যায়না। আমাগো কথা কেরা হোনে। তবে এলাকা বাসির প্রাণের দাবী গ্রামীণ সড়ক সংস্কারসহ বাজারের প্রবেশ পথ দূত মেরামত করে জনভোগান্তি লাঘব করা হোক।
নিউজবিজয়২৪/এফএইচএন