সিদ্দিক হোসেন, দিনাজপুর প্রতিনিধি : শনিবার বিকালে দিনাজপুর জিলা স্কুল অডিটেরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের আর্থিক অনুদানে ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আখতারা পারভীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বৃহত্তর দিনাজপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যড. জাকিয়া তাবাসসুম জুঁই। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী,সহকারি শিক্ষক দিবা রওশন আরা বেগম,সহকারি শিক্ষক সহিদুল ইসলাম,মতাহার আলম,অনুষ্ঠানটির সাঞ্চালনায় ছিলেন মো. তসলিম উদ্দিন। প্রধান অতিথি দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ এবং খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।