ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলীর পদত্যাগ গুঞ্জন, মুখ খুলল বিসিসিআই

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৪৪১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

সৌরভ-গাঙ্গুলীর--ফাইল ছবি

সৌরভ গাঙ্গুলীর এক টুইট বার্তা নিয়ে চারদিকে তোলপাড়। বুধবার (১ জুন) এক টুইটে ‘নতুন অধ্যায়’ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি। আর তারপরই গুঞ্জনের শুরু। তবে মুহূর্তেই আলোড়ন তোলা টুইটটি নিয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ঝড় তোলা ওই টুইট বার্তার পর কেউ বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে চলেছেন সৌরভ। আবার কেউ বলছেন রাজনীতিতে নাম লেখাতে চলেছেন ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঝড় তোলা সেই টুইটটিতে সৌরভ বলেন, ‘২০২২ সালটা আমার ক্রিকেটীয় জীবনের ৩০তম বছর। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের দেয়া সহযোগিতা। এ যাত্রাপথে আমি প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের সহযোগিতা পেয়েই এ পর্যায়ে আসতে পেরেছি।’
সৌরভ আরও যোগ করেন, ‘আজ আমি নতুন কিছু করার পরিকল্পনা করছি। আশা করি এটা অনেক মানুষকে সহায়তা করবে। আপনারা আমার জীবনের এ অধ্যায়েও সহযোগিতা করবেন বলে আশাবাদী।’ এদিকে, সৌরভের টুইট নিয়ে গুঞ্জনে পানি ঢাললেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে জয় শাহ বলেন, সৌরভ গাঙ্গুলী পদত্যাগ করেছেন বলে যে খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটি ঠিক নয়। খেলুড়ে জীবন শেষে ২০১৫ সালে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন সৌরভ। ২০১৯ সালে তিনি বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এদিকে, বোর্ড সভাপতি হিসেবে তার বর্তমান মেয়াদকাল শেষ হবে আরও মাস চারেক পরে। তার আগ পর্যন্ত আপাতত নিজ দায়িত্বপদেই বহাল থাকবেন তিনি এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
সৌরভ গাঙ্গুলীর টুইট বিশ্লেষণ
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির এক টুইট নিয়ে কম জলঘোলা হয়নি। তবে তার আগের টুইটটি বিশ্লেষণ করলে স্পষ্ট হবে, হয়তো নতুন কোনো ব্র্যান্ডের দূত হতে যাচ্ছেন তিনি। আর সেটি হতে যাচ্ছে, কোনো রিয়েলস্টেট কোম্পানি। সৌরভের ঘনিষ্ঠ সূত্র থেকেও এমন খবরে সায় পাওয়া গেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। সৌরভের আলোড়ন সৃষ্টিকারী টুইটটির ঘণ্টা তিনেক আগে করা এক টুইটে ইংরেজিতে তিনি যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায়, সাফল্য কোনো গন্তব্য নয়, একটা যাত্রা। তারপরে রয়েছে, একটি রিয়েলস্টেট সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম। সেখানেই সৌরভ লিখেছেন, বিস্তারিত জানতে নজর রাখুন। সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, ‘লিভ টু উইন’ এবং ‘ব্র্যান্ড কোলাবোরেশেন’। সঙ্গে রয়েছে, এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে সৌরভের ছবি। এরপর আর সন্দেহ থাকার কথা নয় যে, পদত্যাগ বা রাজনীতি অধ্যায় নয়, বরং রিয়েলস্টেট কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় সর্বমহলে দাদা হিসেবে খ্যাত সৌরভ গাঙ্গুলী।
নিউজ বিজয়/নজরুল

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

সৌরভ গাঙ্গুলীর পদত্যাগ গুঞ্জন, মুখ খুলল বিসিসিআই

প্রকাশিত সময় :- ০৯:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

সৌরভ গাঙ্গুলীর এক টুইট বার্তা নিয়ে চারদিকে তোলপাড়। বুধবার (১ জুন) এক টুইটে ‘নতুন অধ্যায়’ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি। আর তারপরই গুঞ্জনের শুরু। তবে মুহূর্তেই আলোড়ন তোলা টুইটটি নিয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ঝড় তোলা ওই টুইট বার্তার পর কেউ বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে চলেছেন সৌরভ। আবার কেউ বলছেন রাজনীতিতে নাম লেখাতে চলেছেন ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঝড় তোলা সেই টুইটটিতে সৌরভ বলেন, ‘২০২২ সালটা আমার ক্রিকেটীয় জীবনের ৩০তম বছর। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের দেয়া সহযোগিতা। এ যাত্রাপথে আমি প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের সহযোগিতা পেয়েই এ পর্যায়ে আসতে পেরেছি।’
সৌরভ আরও যোগ করেন, ‘আজ আমি নতুন কিছু করার পরিকল্পনা করছি। আশা করি এটা অনেক মানুষকে সহায়তা করবে। আপনারা আমার জীবনের এ অধ্যায়েও সহযোগিতা করবেন বলে আশাবাদী।’ এদিকে, সৌরভের টুইট নিয়ে গুঞ্জনে পানি ঢাললেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে জয় শাহ বলেন, সৌরভ গাঙ্গুলী পদত্যাগ করেছেন বলে যে খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটি ঠিক নয়। খেলুড়ে জীবন শেষে ২০১৫ সালে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন সৌরভ। ২০১৯ সালে তিনি বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এদিকে, বোর্ড সভাপতি হিসেবে তার বর্তমান মেয়াদকাল শেষ হবে আরও মাস চারেক পরে। তার আগ পর্যন্ত আপাতত নিজ দায়িত্বপদেই বহাল থাকবেন তিনি এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
সৌরভ গাঙ্গুলীর টুইট বিশ্লেষণ
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির এক টুইট নিয়ে কম জলঘোলা হয়নি। তবে তার আগের টুইটটি বিশ্লেষণ করলে স্পষ্ট হবে, হয়তো নতুন কোনো ব্র্যান্ডের দূত হতে যাচ্ছেন তিনি। আর সেটি হতে যাচ্ছে, কোনো রিয়েলস্টেট কোম্পানি। সৌরভের ঘনিষ্ঠ সূত্র থেকেও এমন খবরে সায় পাওয়া গেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। সৌরভের আলোড়ন সৃষ্টিকারী টুইটটির ঘণ্টা তিনেক আগে করা এক টুইটে ইংরেজিতে তিনি যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায়, সাফল্য কোনো গন্তব্য নয়, একটা যাত্রা। তারপরে রয়েছে, একটি রিয়েলস্টেট সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম। সেখানেই সৌরভ লিখেছেন, বিস্তারিত জানতে নজর রাখুন। সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, ‘লিভ টু উইন’ এবং ‘ব্র্যান্ড কোলাবোরেশেন’। সঙ্গে রয়েছে, এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে সৌরভের ছবি। এরপর আর সন্দেহ থাকার কথা নয় যে, পদত্যাগ বা রাজনীতি অধ্যায় নয়, বরং রিয়েলস্টেট কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় সর্বমহলে দাদা হিসেবে খ্যাত সৌরভ গাঙ্গুলী।
নিউজ বিজয়/নজরুল